Header Ads

দাওরায়ে হাদীস / তাকমীল (মাস্টার্স) ২০১৭ ইং পরীক্ষার ফল প্রকাশ ।



মাস্টার্স সমমান ঘোষণার পর ১৫ মে ২০১৭ তারিখে অনুষ্ঠিত তাকমীল (দাওরায়ে হাদিস) পরীক্ষার ফলাফল প্রকাশ আজ
সোমবার আল হাইআতুল উলয়া লিল-জামিআতিল কওমিয়া বাংলাদেশর পক্ষ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়।



 ফলাফল হাইআতুল উলয়া নিজস্ব ওয়েবসাইটে (http://al-haiatululia.com) পাওয়া যাবে
মোবাইল ফোনের মেসেজের মাধ্যমেও ফলাফল পাওয়া যাবে। যেকোনো নম্বর থেকে মেসেজ অপশনে গিয়ে HTR লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে Send করতে হবে ৯৯৩৩ নম্বরে

গত ১১ এপ্রিল গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কওমি মাদরাসার দাওরায়ে হাদিসের সনদকে মাস্টার্স (ইসলামিক স্টাডিজ এবং আরবি) এর সমমান প্রদানের ঘোষণা দেন। ১৩ এপ্রিল রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয় মর্মে প্রজ্ঞাপন জারি করে

প্রজ্ঞাপনের আলোকে গঠিত কমিটি কওমি মাদরাসাগুলোর দাওরায়ে হাদিসের পরীক্ষা গ্রহণের জন্য প্রতিষ্ঠা করেনআল হাইআতুল উলয়া লিল-জামিআতিল কওমিয়া বাংলাদেশ।
গঠিত এই প্রতিষ্ঠানের অধীনে গত ১৫ মে অভিন্ন প্রশ্নপত্রে সারা দেশের কওমি মাদরাসার দাওরায়ে হাদিসের পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় দেশের ৬টি কওমি শিক্ষাবোর্ডের ৭৩৭টি মাদরাসার ১৯ হাজার ৪৭২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন

No comments

Comments System

Theme images by merrymoonmary. Powered by Blogger.