Header Ads

মাওলানা ইলিয়াস কান্ধলভী রহ. এর জীবনী

মাওলানা ইলিয়াস কান্ধলভী রহ. এর জীবনী

বিশ্ব তাবলীগ জামাতের প্রতিষ্ঠাতা
আমীর হযরত মাওলানা ইলিয়াস কান্ধলভী রহঃ'র সংক্ষিপ্ত জীবনী
♦বংশ পরিচয়♦
নাম ইলিয়াস। পিতার নাম : তত্কালীন যুগশ্রেষ্ঠ আলেম ও আবেদ মাওলানা ইসমাইল রহঃ৷ ঐতিহাসিক নাম : আখতার ইলিয়াস ।
★জন্মস্থান ★
ভারতবর্ষের উত্তর প্রদেশের মুযাফ্ফর নগর
জেলার অন্তর্গত কান্ধলা নামক শহরে ১৩০৩
হিজরিতে জন্মগ্রহন করেন।
♦শৈশব♦
তার শৈশবকাল নিজ নানার বাড়ি কান্ধলায় এবং নিজ
পিতা হযরত মাওলানা ইসমাইল সাহেব রহ এর সান্নিধ্যে
দিল্লীর নিজামুদ্দীনে অতিবাহিত করেন। তখন
তার পুরো পরিবার কান্ধলায় অবস্থান করছিলো।
পরিবারের নারী-পুরুষ সকল সদস্যবৃন্দের মধ্যে
ঈর্ষনীয় ধর্মপরায়নতা ছিল। সদাসর্বদাই তারা অধিক
পরিমাণে কুরআন তিলাওয়াত ও যিকিরে মশগুল থাকতেন।
♥শিক্ষা♥
পরিবারের অন্য শিশুদের মতো
তাঁরও মকতব থেকে শিক্ষাজীবনের সূচনা হয়।
পারিবারিক ঐতিহ্য অনুযায়ী শৈশবেই কুরআন হিফয
সম্পন্ন করেন। এই পরিবারের হিফজুল কুরআন এর
প্রচলন এতো ব্যপক ছিল যে মসজিদের দুই
কাতার পর্যন্ত মুয়াজ্জিন ছাড়া কোন গাইরে হাফেজ
দাঁড়াত না।
★মুহতারামা নানীর ভবিষ্যৎবাণী :★
হযরত ইলিয়াস রহঃ এর
নানীজান অত্যন্ত উঁচু স্তরের খোদাভীরু
নারী ছিলেন। তিনি রাবেয়া বসরী রহঃ এরআদর্শ ও
গুণে গুণান্বিত পুণ্যবতী এক অনন্য নারী। তার
সম্পর্কে হযরত ইলিয়াস রহঃ বলেন, “আমার নানী
জানের নামাযের দৃষ্টান্ত আমি শুধু হযরত গাঙ্গুহী
রহঃ এর মধ্যে দেখেছি। সেই মহীয়সী নারী
নিজ প্রাণপ্রীয় নাতী হযরত ইলিয়াস রহঃ সম্পর্কে
ভবিষ্যৎবাণী করতে গিয়ে বলেন আখতার। আমি
তোমার কাছ থেকে সাহাবা কেরাম রাঃ এর সুগ্রাণ
পাচ্ছি।” এছাড়াও শৈশবকাল থেকেই হযরত ইলিয়াস রহঃ
এর মধ্যে সাহাবাসুলভ দ্বীনি ব্যকুলতার একটা ছাপ
বিদ্যমান ছিল, যা দেখে শাইখুল হিন্দ মাওলানা মাহমুদুল
হাসান রহঃ পর্যন্ত বলতেন, “মৌলবী ইলিয়াস কে
দেখলে আমার সাহাবা কেরামের কথা মনে পড়ে
যায়।” পরবর্তীকালে তার ব্যক্তিত্বে দ্বীনি
জযবা ও আবেগের যে সুসংগঠিত প্রকাশ ঘটেছিল
তা তাঁর, স্বভাবের মধ্যেই নিহিত ছিল। পরিবেশ,
শিক্ষা ও আল্লাহ ওয়ালাদের সান্নিধ্য তার সেই
সেই স্বভাবে স্ফুলিংগ এর প্রজ্বলন ঘটিয়েছিল
মাত্র। তাই দেখা যায় শিশু ইলিয়াস এমন কিছু কাজ
করতেন যা সাধারণ শিশুদের স্তর থেকে ভিন্ন
হতো । তাঁর সমবয়সী মকতব সাথী রিয়াজুল
ইসলাম কান্ধলভী রহঃ বলেন, মকতব জীবনে
মৌলভী ইলিয়াস একবার লাঠি হাতে বলেন, “মিয়াঁ রিয়াজ
চলো বে নামাযীদের বিরুদ্ধে জিহাদ করি।”
♦♦লেখা-পড়ায় গভীর অধ্যবসায় :♦♦
হজরত ইলিয়াস রহঃ
ছোটবেলা থেকেই লেখাপড়ায় গভীর
মনযোগী ছিলেন। প্রতি দিনের সব পরা শেষ
করে বাকি সময় যিকির ও অন্যান্য অযিফায় কাটিয়ে
দিতেন। শেষ রাত্রে নিয়মিত তাহাজ্জুদ, নামাজ,
যিকির, দুআ ও রোনাজারি-আহাজারিতে নিমগ্ন
থাকতেন।
♦গাঙ্গুহে অবস্থান :♦
পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে
ওঠার পিছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় তথা
কৈশোর থেকে যৌবন পর্যন্ত ১০ থেকে ২০
বছর পর্যন্ত দীর্ঘ ১০ বছর সময় তিনি গাঙ্গুহী
রহঃ এর মতো পরশপাথরের সান্নিধ্যে অতিবাহিত
করেন। 
হজরত ইলিয়াস রহঃ বলতেন, যখনই হজরত
গাঙ্গুহী রহঃ এর সান্নিধ্য ও বরকতপ্রাপ্ত কোন
বুজুর্গ গাঙ্গুহে আসতেন তখনই বড়ভাই আমার
সবক বন্ধ করে দিয়ে বলতেন, এখন তোমার
সবক এটাই যে তুমি তাদের সাহচার্যে থাকবে ও
তাদের মূল্যবান কথা হৃদয় দিয়ে গ্রহণ করবে।
♦♦দেওবন্দ মাদ্রাসায় ভর্তি ও শিক্ষা সমাপন :♦♦
শাইখুল হাদীস হযরত মাওলানা শাইখুল হিন্দ মাহমুদুল হাসান
দেওবন্দী রহঃ এর কাছে হাদীস পড়ার জন্য
১৩২৬ হিজরীতে দারুল উলুম দেওবন্দে ভর্তি
হন এবং শাইখুল হিন্দ রহঃ এর কাছে বুখারী শরীফ ও
তিরমিযী শরীফ পরেন।
♣ইসলাহী সম্পর্ক :♣
হজরত রশিদ আহমাদ গাঙ্গুহী
রহঃ সাধারণত ছাত্রদের কে বাইআত করাতেন না।
কিন্তু ইলিয়াস রহঃ এর অবস্থা পর্যাবেক্ষণ করে
ছাত্র অবস্থায়ই তাকে বাইয়াত করান।
 হযরত ইলিয়াস রহঃ
বলেন যখন আমি যিকির করতাম তখন হৃদয়ের
গভীরে এক ধরণের প্রবল চাপ অনুভব করতাম।
বিষয়টি হযরত গাঙ্গুহী রহঃ কে জানালে তিনি
বিস্ময়ে অভিভূত হয়ে বলেন যে, হযরত
কাসেম নানুতুবী রহঃ এমন অভিযোগ হাজী
ইমদাদুল্লাহ রহঃ এর সমীপে উত্থাপন
করেছিলেন। তখন হাজী সাহেব তাকে লক্ষ
করে বলেছিলেন “আল্লাহ আপনাকে দিয়ে
দ্বীনের বড় কোন খেদমত নিবেন” সুতরাং
আশা করি তোমাকে দিয়েও আল্লাহ তায়ালা
দ্বীনের বড় কোন খেদমত নিবেন।
♦♦মুবারকময় কর্মজীবনঃ♦♦
শিক্ষাজীবন সমাপ্তের পর
১৩২৮ হিজরিতে মাওলানা ইলয়াস (র.) সাহারানপুর
মাযাহিরুল উলুম মাদ্রাসার শিক্ষক হিসেবে নিয়োগ
লাভ করেন। ১৩৩০ হিজরি মোতাবেক ১৭ এপ্রিল
১৯১২ সালে তিনি মামা মৌলভী রওফুল হাসান
সাহেবের কন্যাকে বিবাহ করেন। ১৩৩৩ হিজরিতে
হজ্ব পালনের জন্য তিনি মক্কা শরীফ গমন
করেন। 
মেঝ ভাই ও বড় ভাইয়ের মৃত্যুর পর তিনি ভক্ত ও অনুরক্তদের অনুরোধে বস্তি
নিযামুদ্দিনে অবস্থিত মসজিদ ও মাদ্রাসার সার্বিক
দায়িত্ব গ্রহণ করেন। আর ১৯২০ সালে তিনি
ভারতের মেওয়াত অঞ্চল থেকে তাবলীগী
দাওয়াতের সূচনা করেন। এটি দিল্লীর
দক্ষিণাঞ্চলে অবস্থিত।
 প্রাচীনকালে এই
অঞ্চলটি ছিল ‘মেও’ জনগোষ্ঠীর আবাসভূমি।
বর্তমানে গোরগাঁও, আলাওয়ার, ভরতপুর ও মথুরার
কিছু অংশ নিয়ে মেওয়াত এলাকা বিস্তৃত। এই
অঞ্চলের জনগণ ছিল নামেমাত্র মুসলমান। তাদের
আচার-আচরণ ছিল বহুক্ষেত্রে আরব
জাহেলিয়াতের কাছাকাছি।
 আর্যদের এ দেশে
আগমনের বহু পূর্ব থেকে মেও গোষ্ঠীরা
এই এলাকায় বসবাস করতো। দিল্লীর মুসলিম
সালতানাতের যুগে মেওয়াতীরা বনজঙ্গলে
আশ্রয় নিয়ে লুটপাট করতো। ১২৬০ সালে
গিয়াসুদ্দীন বলবান মেওয়াতী দস্যুদের শায়েস্তা
করার জন্য এক বড় অভিযান পরিচালনা করেন। এমন
একটি এলাকা থেকেই তাবলীগ জামাতের সূচনা
বিস্ময়কর।
প্রথমে মক্তব শিক্ষার মাধ্যমে ব্যক্তিগত
পর্যায়ে ইছলাহ ও সংশোধনের প্রয়াস চলে।
পরে ১৩৪৪ হিজরিতে দ্বিতীয় হজ্ব থেকে
ফিরে এসে তিনি দাওয়াতের ধারা বদলিয়ে গাশত শুরু
করলেন। তারপর তাবলীগ জামাতের বিকাশের কথা
অনেকেরই জানা।
জীবনের শেষ দিকে মাওলানা ইলয়াস (র.) ইলম ও
ফিকিরের প্রতি তাকিদ ও তারগীব দিতে লাগলেন।
যারা অশিক্ষিত, তাদের প্রতি বেশি দরদ দেখালেন।
যাকাত আদায় করা ও তা আল্লাহর রাস্তায় খরচ করার
ওপর জোর দিলেন।
★আধ্যাত্মিক খেলাফত লাভ :★
ফকীহুন নাফস আল্লামা
রশিদ আহমদ গাঙ্গুহী রহঃ এর ইন্তেকালের পর
শায়খুল হিন্দ রহঃ এর পরামর্শে খলীল আহমদ
সাহরানপুরী রহঃ এর সাথে ইসলাহী সম্পর্ক
প্রতিষ্ঠা করেন এবং তার বিশেষ তত্ত্বাবধানে
আধ্যাত্মিক উৎকর্ষতা সাধন করেন ও খিলাফত লাভ
করেন। এছাড়াও শাহ আব্দুল রহিম সাহেব রায়পূরী
রহঃ, মাহমুদ হাসান দেওবন্দী রহঃ ও আশরাফ আলী
থানভী রহঃ প্রমূখ বুযুর্গকে তিনি খুব মুহাব্বত
করতেন। এবং তারাও হযরত ইলিয়াস রহঃ কে নিজ
সন্তানের মতো স্নেহ করতেন।
♦♦♦ইন্তেকাল♦♦♦
১৯৪৪ সালের ১২ জুলাই মৃত্যুর একদিন
আগে তিনি জিজ্ঞেস করলেন, কাল কি
বৃহস্পতিবার? বলা হলো ‘জ্বি হ্যাঁ।’ তিনি বললেন,
আমার কাপড়-চোপড় দেখে নাও কোনো
নাপাকি আছে কিনা। নেই শুনে খুশি হলেন।
ভোররাতে ফজরের আযানের কিছুক্ষণ আগে
তিনি ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি
রাজিউন।
আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন৷ আমিন
সংকলনে: মাওলানা শহীদুল্লাহ আবরার

No comments

Comments System

Theme images by merrymoonmary. Powered by Blogger.