Header Ads

আলোকিত ইসলামী জ্ঞান



  ০১। আল-কুরানের মূল সংরক্ষণকারী কে ?
ক) আল্লাহ্‌ তা’আলা  খ) মুহাম্মাদ সাঃ
গ) ওলী আউলিয়াগণ  ঘ) মুসলিমগণ

০২। মারইয়াম বিনতে ইমরান কোন নবীর দায়িত্বে প্রতিপালিত হন?
ক) ইয়াহইয়া আঃ খ) যাকারিয়া আঃ
গ) ঈসা আঃ ঘ) শু’আইব আঃ

০৩। হজ্বের সময় কোথায় মাগরিব ও ইশার সালাত এক আযানে ও দুই ইকামতে জমায়াত কসর করে আদায় করতে হয়? 
ক) আরাফার ময়দান খ) মুযদালিফায়
গ) মীনায় ঘ) মাশ আরে হারাম 

৪। নিচের কোন নামটি সুরা তাওবার অপর নাম নয় ?
ক) আল-ফাযিহাহ খ) আল কাশিফাহ
গ) সুরাতুল মালাইকাহ ঘ) সুরাতুল আযাব

০৫। রাসুলুল্লাহ সাঃ এর কতজন সন্তান ছিলো?
ক)  ৩ জন খ) ৪ জন
গ) ৬ জন ঘ) ৭ জন

০৬। কাবার গিলাফের উচ্চতা কত মিটার ?
ক) ১০ মিটার খ) ১২ মিটার
গ) ১৪ মিটার ঘ) ১৫ মিটার

০৭। উম্মুল মুমিনীন উম্মে হাবিবাহ রাঃ এর পিতার নাম কি?
ক) আবু সুফিয়ান খ) হারিস
গ) হুয়াই ঘ) আবু উমাইয়াহ

০৮। জাহান্নমের প্রহরী ১৯ জন। এ তথ্যটি কোরআনের কোন সুরাতে এসেছে?
ক) সুরা মুযযামিল খ) সুরা হাশর
গ) সুরা মুদ্দাছছির ঘ) মুমতাহিনা

৯। কোরআনের কোন দুটি সুরা “আল-হামদুলিল্লাহি রাব্বিল আলামিন” আয়াত দ্বারা শেষ হয়েছে ?
ক) সুরা আন’আম ও ইউনুস খ) আন’আম ও যুমার
গ) সুরা গাফির ও ইউনুস ঘ) সুরা সফফাত ও যুমার

১০. কিয়ামতের দিন কোনো ব্যক্তিকে কি বলে ডাকা হবে ?
ক) নিজের নামের সাথে মায়ের নামে  খ) নিজের নামের সাথে বাবার নামে
গ) নিজের নামে ও তার পীরের নামে  ঘ) শুধু নিজের নামে

১১আন নাসসাহ” কোন শহররে আপর নাম ?
ক) মক্কা খ) মদীনা
গ) কুফা ঘ) বাগদাদ

১২কোন মাসে জান্নাতের দরজা খোলা হয় ও জাহান্নামের দরজা বন্ধ করা হয়?
ক) মুহাররম খ) রমাযান
গ) জিলকাদ ঘ) জিলহজ

১৩শ্রমিকের মজুরী কখন দেয়া ইসলামের নীতি?
ক)  কাজ করানোর আগেই  খ) কাজের মাঝে
গ) কাজ শেষে ঘাম শুকানোর আগে  ঘ) কাজ শেষে ঘাম শুকানোর পরে

১৪কোন সুরা দুটি মুমিনকে কিয়ামতের দিন ছায়া প্রদান করবে?
ক) সুরা বাকারাহ ও আলে ইমরান খ) সুরা নাস ও ফালাক
গ) সুরা ফাতিহা ও ইখলাস ঘ) সুরা তাকাসুর ও ফিল

১৫মৃত ব্যক্তির জন্য তিনদিনা, চল্লিশা কুলখানী, মৃত্যুবাষিকী পালন করা কি?
ক) খুব ছাওয়াবের কাজ খ) শিরক
গ) বিদা’আত ঘ) মুস্তাহাব কাজ

১৬পরস্পরকে ধবংসের অভিশাপ দিয়ে আল্লাহর নিকট বিনীতভাবে প্রার্থনা করাকে ইসলামের পরিভাষায় কি বলে?
ক) মুনাযারা খ) মুবাহালা
গ) মুনাওয়ালা ঘ) মুহাসাবাহ

১৭বাংলাদেশে সর্বপ্রথম সহীহুল বুখারী ও সহীহ মুসলিমের শিক্ষা প্রদান শুরু করেন কে ?
ক) হযরত শাহজালাল রহ. খ) শাইখুল হাদীস আজিজুল হক রহ
গ) শাইখ শারফুদ্দীন আবু আওয়ামা রহ  ঘ) মাওলানা শামসুল হক ফরিদ পুরী রহ

১৮কোন সাহাবীকে জ্বলন্ত লোহার উপর চিত করে শুইয়ে বুকের উপর পাথর চাপা দেয়া হয়েছিলো ফলে পিঠের চামড়া ও গোশ্ত গলে লোহার আগুন নিভে গিয়েছিলো?
ক) খাব্বাব ইবনু আরাত রা খ) বিলাল ইবুল রাবাহ
গ) আম্মার ইবনু ইয়াসির রা ঘ) আমের ইবনু ফুহাইরা রা

১৯সন্তানের কত বছর বয়স হলে সালাতের আদেশ দিতে হবে?
ক) ৫ বছর   খ) ৬ বছর
গ) ৭ বছর    ঘ) ৮ বছর

২০কোন ব্যক্তির ঘাড় কিয়ামতের দিন সবচেয়ে লম্বা হবে?
ক) আলিমের  খ) ইমামের
গ) মুয়াযিনের  ঘ) বিনয়ী ব্যক্তির

২১আল্লাহ্‌ তা’আলা কোন নবীকে হজ্জের জন্যে আহ্বান করার আদেশ দিয়েছেন?
ক) আদম আ খ) ইব্রাহীম আঃ
গ) ইসমাঈল আঃ ঘ) মুহাম্মাদ সাঃ

২২সুরা আন নামলের মাঝে বিসমিল্লাহির রহমানির রহীম অংশটি কোন নবীর প্রসঙ্গে উল্লেখ করা হয়েছে?
ক) দাউদ আঃ  খ) মুসা আঃ
গ) সলাইমান আঃ ঘ) মুহাম্মাদ সাঃ

২৩সালাতের মধ্যে ইমামের ভুল হলে পুরুষ মুক্তাদিগণ কি করবেন?
ক) সলাত ছেড়ে দিবেন  খ) আল্লাহু আকবর বলবেন
গ) জোরে জোরে কাশি দিবেন ঘ) সুবহানআল্লাহ বলবেন

২৪জাবালে রহমাত এর উচ্চতা কত মিটার ?
ক) ৭০ মিটার   খ) ৮০মিটার
গ) ৯০ মিটার  ঘ) ১০০ মিটার

২৫প্রত্যেক বছর কোন মাসে জিবরীল এবং নবী মুহাম্মাদ সাঃ একে অপরকে কোরআন পাঠ করে শুনাতেন?
ক) মুহাররম মাসে   খ) রমাযান মাসে
গ) রবিউল আউয়াল মাসে ঘ) শাবান মাসে  

২৬রাসুলুল্লাহ সা. মাদকাসক্ত ব্যক্তিকে কিসের সাথে তুলনা করেছেন?
ক) মুর্তি পুজারীর সাথে খ) বিদ’আতকারীর সাথে
গ) মুনাফিকদের সাথে  ঘ) পাগলের সাথে

২৭গণককে কিছু জিজ্ঞাসা করে তার কথা বিশ্বাস করলে জিজ্ঞাসা কারীর কতদিন সালাত কবুল হবে না ?
ক) ৩০ দিন   খ) ৪০ দিন
গ) ৭ দিন      ঘ) ৩ দিন

২৮একমাত্র কোন সাহাবীর পরিবারে চারটি স্তরের সবাই মুসলিম ছিলেন?
ক) ওমার রা.       খ) আয়েশা রা.
গ) আবু বকর রা.  ঘ) আব্দুল্লাহ ইবনু আব্বাস রা.

২৯আল-কোরানে উল্লিখিত ২৫ জন নবী-রাসুলের মধ্যে কতজন অনারব বা বনী ইসরাঈলের থেকে এসেছেন?
ক) ১৯ জন   খ) ২১ জন
গ) ২২ জন  ঘ) ১২ জন

৩০সুরা ইউসুফে কতবার ইউসুফ আ. এর নাম উল্লেখ করা হয়েছে ?
ক) ২৫ বার    খ) ২৬ বার
গ) ১৫ বার   ঘ) ১০ বার

৩১কার জীবন-যাপন সংকুচিত হওয়ার পাশাপাশি তাকে কিয়ামতের দিন অন্ধ হিসাবে উঠানো হবে বলে কোরানে এসেছে ?
ক) যে ব্যক্তি আল্লাহর স্মরণ থেকে বিমুখ থাকে  খ) যে ব্যক্তি হারাম খায়
গ) যে ব্যক্তি অশ্লীল দৃশ্য দেখে ঘ) যে ব্যক্তি শিরক করে

৩২বান্দা কখন তার রবের সবচেয়ে নিকট থাকে ?
ক) গোপনে দানরত অবস্থায়   খ) রুকুরত অবস্থায়
গ) সাজদারত অবস্থায় ঘ) তাওয়াফরত অবস্থায়

৩৩আল্লাহ্‌ ছাড়া অন্য কারো কাছে সন্তান, বিপদাপদ থেকে মুক্তি বা কল্যাণ চাওয়ার হুকুম কী ?
ক) শিরক ও হারাম  খ) বিদ’আত ও হারাম
গ) জায়েয ও মুস্তাহব  ঘ) মুবাহ বা বৈধ

৩৪জান্নাতী নারী  পুরুষ সবাই কত বছর বয়সী হবেন?
ক) ৩০ থেকে ৩৫ বছর খ) ৩০ থেকে ৩৩ বছর
গ) ৩০ থেকে ৪০ বছর  ঘ) ৩৩ থেকে ৩৫ বছর

৩৫হে ঈমানদারগণ!” বলে শুরু হওয়া সর্বপ্রথম সুরা কোনটি ?
ক) সুরা নিসা  খ) সুরা আলে ইমরান
গ) সুরা মায়িদা ঘ) সুরা আন’আম

৩৬জুমার খুতবা চলাকালে মুসল্লিদের মধ্যে কেউ কথা বললে কি করনীয়?
ক) খতীব সাহেবের দৃষ্টি আকর্ষণ করা   খ)  যে কথা বলছে তাকে ধমক দিয়ে থামিয়ে দেয়া
গ) চুপ করে বসে মনোযোগ দিয়ে খতবা শুনতে থাকা  ঘ) নম্র ভাষায় তাকে চুপ থাকতে বলা

৩৭কোরআনের কতটি সুরার শুরুতে “বিসমিল্লাহির রহমানির রহীম” রয়েছে?
ক) ১১২ টি  খ) ১১৩ টি
গ) ১১৪ টি   ঘ) ১ টি

৩৮আল্লাহ্‌ তা’আলা সর্বপ্রথম কি সৃষ্টি করেন?
ক) মুহাম্মাদ সা. এর নুর  খ) আদম আ.
গ) আসমান জমীন  ঘ) কলম
৩৯সুরা ইখলাস ১০ বার তিলাওয়াত করলে কি প্রতিদান দেয়া দেয়া হবে ?
ক) জান্নাতে একটি ঘর বানিয়ে দেয়া হবে  খ) বিনা হিসাবে জান্নাত দেয়া হবে 
গ) বিশেষ কোন প্রতিদান নাই  ঘ) জান্নাতে সুউচ্চ মর্যাদা দেয়া হবে

৪০কোন মুসলিম কে গালি দেয়া কোন ধরনের কাজ?
ক) ফাসিকী   খ) কুফর  গ) শিরক   ঘ ) বিদ’আত

৪১সালাত চলাকালে মোবাইলের রিংটোন বেজে উঠলে কি কারণীয়?
ক) হাত দিয়ে চেপে রাখা  খ) রিংটোন সাইলেন্ট করে দেয়া
গ) ফোন রিসিভ করে রাখা  ঘ) এ বিষেয়ে ভ্রুক্ষেপ না করা 

৪২মুহাম্মাদুর রাসুল্লাহ বাক্যটি কুরআনে কত বার এসেছে ?
ক) ১ বার  খ) ২ বার  গ) ৩ বার  ঘ) ৪ বার
৪৩। সাহাবীগণের মধ্যে সর্বশ্রেষ্ঠ কে ?
ক) হযরত আবু বকর রা. খ) হযরত উমার রা.
গ) হযরত উসমান রা.  ঘ) হযরত আলী রা.

৪৪। কোন মাসে উমরাহ করলে নবী সা. এর সাথে হজ্জ করার সমপরিমাণ সওয়াব পাওয়া যায়?
ক) রবিউল আউয়াল মাসে  খ) রামাযান মাসে
 গ) শা’বান মাসে  ঘ) রজব মাসে

৪৫। মসজিদে প্রবেশ করে ইমামকে সাজদারত পেলে কী করনীয়?
ক) তাকবীর দিয়ে সাজদায় চলে যাওয়া        খ) তাকবীর না দিয়ে সরাসরি সাজদায় চলে যাওয়া   
গ) ইমাম সাজদা থেকে ওঠা পর্যন্ত অপেক্ষা করা     ঘ) তাকবীর দিয়ে হাত বেঁধে দাঁড়িয়ে থাকা

৪৬। কোরআনের ত্রিশতম পারায় কোন দুইজন নবীর নাম উল্লিখিত হয়েছে?
ক) নূর ও ঈসা আ.  খ) ইব্রাহীম ও মূসা আ.               গ) লুত ও মূসা আ.  ঘ) মুসা ঈসা আ.

৪৭। কোন সালাত কে রাসুলুল্লাহ সা. দুনিয়া ও এর মাঝে যা আছে তার থেকেও উত্তম বলেছেন ?
ক) ফজরের ফরজ দুই রাকাত খ) ফজরের সুন্নাত দুই রাকাত
গ) ঈদুল ফিতরের দুই রাকাত ঘ) তাহিয়াতুল মাসজিদ দুই রাকাত

৪৮। প্রতি ফরয সালাতের পর আয়াতুল কুরসী পাঠের প্রতিদান কি?
ক) অসংখ্য সাওয়াব  খ) জাহান্নম থেকে মুক্তি
গ) কবরের আযাব না হওয়া ঘ) জান্নাতে প্রবেশ

৪৯। রাসুলুল্লাহ সা. এর পিতা আব্দুল্লাহ কত বছর বয়সে ইন্তিকাল করেন ?
ক) ২৫ বছর  খ) ৩০ বছর গ) ৩৫ বছর   ঘ) ৪০ বছর 

৫০মাখলুকাত বা আল্লাহর সৃষ্টির সর্বমোট সংখ্যা কত ?
ক) ৮০ হাজার   খ) ১৮ হাজার
গ) ৪০ হাজার  ঘ) নির্দিষ্ট সংখ্যা নেই

৫১। মি’রাজ রজনীতে সকল নবী রাসুলকে সাথে নিয়ে রাসুলুল্লাহ সা. কোথায় সালাত আদায় করেছেন?
ক) মসজিদে হারাম    খ) মসজিদে নব্বীতে
গ) বায়তুল মাকদ্দাসে  ঘ) বায়তুল মামুরে

৫২বছরে কত দিন রোজা রাখা হারাম ?
ক) ২ দিন  খ) ৩ দিন
গ) ৭  দিন  ঘ) ৫ দিন

৫৩। কোন ইবাদতের প্রতিদান আল্লাহ্‌ নিজে দিবেন?
ক) সালাত   ঘ) সাওম   গ) হজ্জ    ঘ) যাকাত

৫৪। নিম্নে উল্লেখিত কোন পাপের শাস্তি দুনিয়াতেই দেওয়া হয়?
ক) সালাত পরিত্যাগ করা  খ) শিরক করা
গ) যাকাত না দেওয়া  ঘ) পিতা মাতার অবাধ্যতা

৫৫। রাতে শোয়ার সময় যিনি অযু করেন তার সাথে কতজন ফেরেশতা থাকে এবং দু’আ করতে থাকে?
ক) ১ জন  খ) ১০ জন গ) ১০০ জন ঘ) অগণিত

৫৬। কোন খলীফা কুরান সংকলনের নির্দেশ প্রদান করেছিলেন?
ক) আবু বকর রা. খ) উমার রা .
গ) উসমান রা. ঘ) উমার ইবনু আব্দুল আজিজ রহ.

৫৭ ইসলামী আন্দোলন বাংলাদেশের দফা কত টি ?
ক) ১২ টি  খ) ১০ টি গ) ১৫ টি ঘ) ৫ টি

৫৮। ইসলামী আন্দোলনের বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয় কোথায় আবস্থিত ?
ক) বরিশাল খ) ঢাকা গ) চট্টগ্রাম ঘ) চরমোনাই

৫৯। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিষ্ঠাতা কে ?
ক) সৈয়দ ইসহাক রহ. খ) সৈয়দ মাওলানা ফজলুল করিম রহ.
গ) শাইখুল হাদীস আজিজুল হক রহ.  ঘ) মাওলানা আব্দুর রহীম রহ.

৬০। ইসলামী আন্দোলন বাংলাদেশ ইংরেজী কত সালে প্রতিষ্ঠিত ?
ক) ১৩ -০৩-১৯৮৭ ইং খ) ১৪-০৬-১৯৮৮ ইং
গ) ১৫-৩-১৯৯৭ ইং  ঘ) ১৩-০৩-১৯৮০

No comments

Comments System

Theme images by merrymoonmary. Powered by Blogger.