Header Ads

কওমীর স্বীকৃতি নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

কওমী মাদ্রাসাকে স্বীকৃতি প্রদানে আওয়ামী লীগ সরকার আগের প্রতিশ্রুতির বাস্তবায়ন করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল


স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কওমী মাদ্রাসাকে প্রধানমন্ত্রীর এই স্বীকৃতি দেয়া নিয়ে নতুন করে কোনো প্রশ্ন তোলার সুযোগ নেই। প্রধানমন্ত্রী কয়েক বছর আগেই নিয়ে একটি কমিটি গঠন করেছিলেন। সেই কমিটির প্রধান ছিলেন হেফাজতের আমীর  মাওলানা শাহ আহমদ শফী।

তিনি বলেন, পরে সেই কমিটির প্রধান এবং কমিটির অন্য আলেমরা একমত হয়ে প্রধানমন্ত্রীর কাছে আসেন, তখন তিনি কওমী মাদ্রাসার স্বীকৃতি দেন।

আসাদুজ্জামান খান বলেন, এটা আলেম-ওলামাদের দীর্ঘদিনের দাবি ছিল। এখানে হেফাজতের কোনো সম্পৃক্ততা নেই।

No comments

Comments System

Theme images by merrymoonmary. Powered by Blogger.