Header Ads

ইসলামী আন্দোলন ওমান কেন্দ্রয়ী কমিটির ও সালালাহ বিভাগীয় শাখার ঈদ পুর্নমিলনী ও তারবিয়াত অনুষ্ঠিত



 ২৮ জুন ২০১৭ (বুধবার) ইসলামী আন্দোলন বাংলাদেশ ওমান কেন্দ্রিয় কমিটির আয়োজনে ঈদ পূণর্মীলনী তারবিয়াত অনুষ্ঠিত হয়েছে মাও. সাবের আহমদের সভাপতিত্বে মাও. মীর আহমদ মীরু এবং মিজানুর রহমানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন মাও. শাহাদাত হোসেন মোরশেদ
শাখা দায়িত্বশীলগণের কারগুজারীর শুনার পর কেন্দ্রীয় নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ তারবিয়াত প্রদান করেন।আলোচনায় অংশ নেন মাও. সাবের আহমদ সাহেব, মুফতি মুহাম্মদ হোসাইন আশ্রাফী সাহেব, হাজী ইউছুফ মোল্লাহ, মাও. নূর মুহাম্মদ আজমী, মাও. মীর আহমদ মীরু, মুহাম্মদ মিজানুর রহমান, মাও. নূরুল করিম, সাংবাদিক হাফেজ হিযবুল্লাহ মীর হোসেন মীরু, মাও. আবুল হাসেম, মাও. সিরাজ উদ্দীন, মাও. আইয়ুব, মাও. আব্দুল কুদ্দুস প্রমূখ নেতৃবৃন্দ
নেতৃবৃন্দ আগামী দিনে ইসলামের বিজয়ের লক্ষে উদার মানসিকতার সাথে জ্ঞান-বিজ্ঞানে দেশ পরিচালনায় ইসলামী আন্দোলনের প্রতিটি কর্মীকে যোগ্য হিসেবে গড়ে উঠতে বলেন। এবং মূর্তি বিরোধী আন্দোলনে ইশা ছাত্র আন্দোলনের রাজ পথে সাহরী কারাগারে ইফতার করার প্রশংসা করে তুরস্কের সুপার পাওয়ার সেনাবাহিনীকে নিরস্ত্র জনগণ যেভাবে রুখে দিয়েছিল, বাংলাদেশেও হযরত পীর সাহেব চরমোনাইর আহবানে ইসলাম বিদ্বেষী গোষ্ঠীকে রুখে দেয়ার আহবান জানান
সবশেষে নূরানী পদ্ধতির আবিস্কারক কারী বেলায়েত হোসাইন সাহেব রহ. এর রুহের মাগফেরাত, আল্লামা আহমদ শফী দাঃবাঃ আল্লামা মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম সাহেবের সুস্থতা কামনা করে এবং দেশ, জাতী সংগঠনের জন্য দোয়া করা হয়

1 comment:

  1. ইসলামের বিজয়ের লক্ষে উদার মানসিকতার সাথে জ্ঞান-বিজ্ঞানে ও দেশ পরিচালনায় ইসলামী আন্দোলনের প্রতিটি কর্মীকে যোগ্য হিসেবে গড়েউঠতে হবে।ইনশা আল্লাহ।

    সকল কে ধন্যবাদ

    ReplyDelete

Comments System

Theme images by merrymoonmary. Powered by Blogger.