Header Ads

ওমান, সালালাহতে সাংস্কৃতিক অনুষ্ঠান ও একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত


একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ ওমান সালালাহ বিভাগীয় শাখা কর্তৃক আয়োজিত বন্দরনগরী সালালাহ আল কুতাইনি কনফারেন্স হলে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন।

এতে সভাপতিত্ব করেন  মাওলানা আবুল হাশেম ফারুকী সভাপতি সালালাহ বিভাগীয় শাখা।
অনুষ্ঠান সঞ্চালনা করেন মাওলানা পিয়ার মোহাম্মদ
যুগ্ম সাংগঠনিক সম্পাদক সালালাহ বিভাগীয় শাখা।
সভায় বক্তব্য রাখেন
মাওলানা মাহমুদুর রহমান সহ-সভাপতি বিভাগীয় শাখা।
মাওলানা সিরাজ উদ্দিন  কাজী নগরী,
সেক্রেটারি সালালাহ বিভাগীয় শাখা ।
জনাব মহিউদ্দিন হাওলাদার সাংগঠনিক সম্পাদক বিভাগীয় শাখা।

বক্তারা সকলে ইসলামের দৃষ্টিতে মাতৃভাষার গুরুত্ব দেশের সার্বভৌমত্বের এবং  স্বদেশের  মাটি ও মানুষের প্রেম।
বায়ান্নর ভাষা আন্দোলনে   আমাদেরকে এটাই শিক্ষা দিয়েছেন অন্যায় অবিচারের কাছে কখনো মাথানত করা যাবে না, এবং বিপ্লবের মাধ্যমে জনগণের ন্যায্য অধিকার আদায় করা সম্ভব ।
 বক্তারা বলেন  ইসলামী রাজনীতি তথা ইসলামী আন্দোলনের কে বিতর্কিত করতে এর বিরুদ্ধে চতুর্মুখী ষড়যন্ত্র,  যারা দেশ ও ইসলামের বিপক্ষে ষড়যন্ত্রে মেতে উঠবে এদেশের তৌহিদী জনতা তাদের বিষদাঁত ভেঙ্গে দেবে।
ইসলামী আন্দোলন বাংলাদেশ কখনো অন্যায় অবিচারের কাছে মাথা নত করে নেই,  করবে না ।
বক্তারা বলেন  ইসলামী আন্দোলন বাংলাদেশের লক্ষ্য: উদ্দেশ্য কি আমাদের জানতে হবে।
উদ্দেশ্য: দুনিয়ায় শান্তি ও আখিরাতের মুক্তি লাভের জন্য আল্লাহ তা’আলার সন্তুষ্টি অর্জন।
লক্ষ্য: প্রচলিত জাহেলী সমাজব্যবস্থার পরিবর্তন সাধন করে ইসলামী আদর্শ বাস্তবায়নের মাধ্যমে খেলাফতে রাশেদা নমুনায় বাংলাদেশকে একটি কল্যাণরাষ্ট্রে পরিণত করা।
ইসলাম হীন রাজনীতি মানি, সন্ত্রাস, দুর্নীতি-দুঃশাসন,  মানুষের অধিকার হরণ এবং  শোষণের হাতিয়ার ।
ইসলামী রাজনীতি মানি সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সুখী সমৃদ্ধশালী কল্যাণকর একটি শান্তিময় দেশ গঠন করা
শুধু নেতা নয় নীতির পরিবর্তন করতে হবে সৎ যোগ্য এবং আল্লাহ ভীরু নেতৃত্তের মাধ্যমেই দেশ এবং জনগণের কল্যাণ সম্ভব।
মানুষের জান-মাল ইজ্জত-আবরু এর নিরাপত্তা  একমাত্র ইসলামেই দিতে পারে তাই সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের কাছে উদাত্ত আহ্বান জানান ইসলামী আন্দোলন বাংলাদেশ এর ছায়াতলে আসার ।
বক্তারা আরোবলেন, দেশের সুনাম অক্ষুন্ন রাখার জন্য সকল প্রবাসীদের প্রতি ওমান সরকারের আইন কানুন মেনে চলে কৃতজ্ঞতা প্রকাশ করার মাধ্যমে সৎ ও নিষ্ঠার সাথে কাজ করার আহ্বান জানান।

সংগীত পরিবেশন করেন
সালালাহ সাংস্কৃতিক ফোরাম
হাফেজ ইব্রাহিম, হাফেজ জমির উদ্দিন, হাফেজ শাহাদাত, ইসলাম, সেলিম আহমেদ
পবিত্র কোরআন তেলাওয়াত ও হাদিস পাঠ করেন সালালাহ কেরাতুল কোরআন মাদ্রাসার ছাত্রবৃন্দ।
উপস্থিত ছিলেন বিভিন্ন শাখা থেকে আগত দায়িত্বশীল,কর্মীবিন্দু, ছিলেন ব্যবসায়ী, কর্মজীবী, পেশাজীবী, রাজনীতিবিদ ও প্রবাসী রেমিট্যান্স যুদ্ধ  ।
পরিশেষে দেশ জনগণ ও সকল শহীদদের এবং প্রবাসীদের শান্তি কামনা করে  মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করেন ।

1 comment:

  1. To know more anithing click here https://worldisindoors.blogspot.com/2022/08/digital-marketing.html

    ReplyDelete

Comments System

Theme images by merrymoonmary. Powered by Blogger.